৬৬ লক্ষের বেশি মানুষ ভাতা পাচ্ছেন সমাজসেবা অধিদফতর থেকে
এ বছর সরকারের #সামাজিকনিরাপত্তা কার্যক্রমের আওতায় শুধুমাত্র সমাজসেবা অধিদফতর থেকেই ভাতা পাবেন ৬৬ লক্ষ ৩৮ হাজার ৮৫০ মানুষ। জনপ্রতি মাসিক ৫০০ টাকা #বয়স্কভাতা পাবেন ৪০ লক্ষ জন ও #বিধবাস্বামীনিগৃহীতাভাতা পাবেন ১৪ লক্ষ জন। জনপ্রতি মাসিক ৭০০ টাকা হারে #প্রতিবন্ধীভাতা পাবেন ১০ লক্ষ জন, ৯০ হাজার #প্রতিবন্ধীশিশু জনপ্রতি মাসিক ৭০০-১২০০ টাকা হারে পাবেন #শিক্ষাউপবৃত্তি। মাসিক ১০০০ টাকা হারে বেসরকারি #এতিমখানা
তে প্রতিপালিত ৮৬ হাজার ৪০০ এতিম শিশু পাবে #ক্যাপিট্যাশনগ্রান্ট। ৪০ হাজার #বেদেও #অনগ্রসর জনগোষ্ঠীর প্রবীন ব্যক্তিদের ৫০০ টাকা হারে দেয়া হবে বিশেষ ভাতা। ৫০০ টাকা হারে ভাতা পাবেন ২৫০০ #হিজড়া। ১৯ হাজার #বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী ও ১৩৫০ জন হিজড়া শিশু পাবেন বিশেষ উপবৃত্তি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস