আপনার সন্তানের বিবাহের সময় অবশ্যই নিকাহ রেজিষ্টার ডেকে সরকারি বিধি মোতাবেক বিবাহ রেজিষ্টার করবেন। বাল্য বিবাহ যাতে কেহ দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। বিবাহের সময় অবশ্যই বর কনের বয়স নিধারণে জন্ম নিবন্ধন/স্কুল সার্টিফিকেট দেখে নিবেন । কারণ রেজিষ্টারী ছাড়া বিবাহ করা বা করানো যেমন অপরাধ। তেমনি বাল্য বিবাহ অপরাধ । যৌতুক নিবেন না যৌতুক দিবেননা। যৌতুক দেয়া ও নেয়া সমান অপরাধ।
আপনাদের শুভ কামনায়
হলদিয়া ইউনিয়ন পরিষদ
সাঘাটা, গাইবান্ধা।